Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 01/01/2006

অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ক্ষেত্রে ভারতে বিনিয়োগের সুবিধাসমূহ

অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ক্ষেত্রে ভারতে বিনিয়োগের সুবিধাসমূহ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমানত

ক) অনাবাসী (বহিরাগত) ভারতীয়দের রুপী অ্যাকাউন্ট (এন-আর-ই) (মূলধন/সুদ ফেরতযোগ্য)

·        সঞ্চয় এন-আর-ই সঞ্চয় আমানতে দেশীয় সঞ্চয় আমানতের সুদের হার প্রযোজ্য হবে।

·        স্বল্প মেয়াদি আমানত ? ১ থেকে ৩ বছরের জন্য, নতুন ফেরতযোগ্য অনাবাসী (বহিরাগত) ভারতীয়দের রুপী (এন.আর.ই) স্বল্প মেয়াদি আমানতের সুদের হার এল-আই-বি-ও-আর/এস-ডাব্লিউ-এ-পি-র সুদের হারের চেয়ে বেশি হওয়া উচিত নয়, যেটা পূর্ববর্তী মাসের শেষ কাজের দিনটিতে মার্কিন ডলারের হিসাবে সংশ্লিষ্ট মেয়াদ শেষে পাওয়া যাচ্ছিল এবং তার সঙ্গে সর্বাধিক ৭৫ ভিত্তি সূচক যোগ করা যেতে পারে।

তিন বছরের আমানতের সুদের যে হার উপরে ধার্য করা হয়েছে, সেটা তিন বছরের বেশি সময়ের মেয়াদ শেষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

সুদের পরিবর্তিত হার এন-আর-ই আমানতের বর্তমান মেয়াদ শেষের সময়ের পরবর্তীকালে পরিবর্ধিত সময়ের উপরেও প্রযোজ্য হবে।

খ) এফ.সি.এন.আর. (বি) (মূলধন/সুদ ফেরতযোগ্য)

অ্যাকাউন্টের তহবিলের আমানত বিভিন্ন সময় স্থির করা অনুমোদিত মুদ্রাতে গৃহীত হতে পারে।

·        বর্তমানে ভারতে অনুমোদিত ডিলারদের কাছে স্বল্প মেয়াদি আমানত ৬ টি নির্দিষ্ট মুদ্রায় কারা যায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানি ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার এবং কানাডিয়ান ডলার)

·        সুদের হার এক একটি মুদ্রার জন্য স্থির বা এল-আই-বি-ও-আর/এস-ডব্লিউ-এ-পি-র হারের নির্দিষ্ট সীমার মধ্যে ভাসমান/সংশ্লিষ্ট মেয়াদের থেক ২৫ মৌলিক সূচক কম।(জাপানি ইয়েন ছাড়া)

·        আমানতের মেয়াদ শেষ : ১৫ বছর

গ) এন-আর-ও অ্যাকাউন্ট (বর্তমান আয় ফেরতযোগ্য)

·        সঞ্চয় সাধারণত, ভারতীয় টাকায় আয়/ডিভিডেন্ড, সুদ ইত্যাদি থেকে আয় জমা দেওয়ার জন্য। বর্তমানে সুদের হার ৩.৫ শতাংশ।

·        স্বল্প মেয়াদি আমানত সুদের হার নির্ণয় করার স্বাধীনতা ব্যাঙ্কগুলির আছে।

ঘ) ফেরতযোগ্য এন-আর-ও অর্থ

অনুমোদিত ডিলারগণ প্রমাণিত কারণগুলির জন্য ১০ লক্ষ মার্কিন ডলার অবধি অনুমোদন করতে পারেনপ্রত্যেক বছর এন-আর-ও অ্যাকাউন্ট থেকে কর দিতে হবে। বাত্‍সরিক এই ১০ লক্ষ মার্কিন ডলারের সীমার মধ্যে অনাবাসী ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূত দ্বারা ১০ বছরের মধ্যে স্থাবর ধনসম্পত্তির বিক্রয়ও অন্তর্গত। যদি সম্পত্তি ১০ বছরের কম সময় হাতে থাকার আগেই বিক্রয় করা হয় তবে কর মকুবযোগ্য যদি অনাবাসী ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূত দ্বারা সেই সম্পত্তির বিক্রয়মূল্য অনুমোদনযোগ্য বিনিয়োগ হিসাবে লগ্নি করা হয় বাকি সময় সীমার জন্য।

২। ফেরতযোগ্য অন্যান্য বিনিয়োগ

  • সরকারি তারিখযুক্ত অর্থপত্র/ট্রেজারি বিলগুলি।
  • দেশীয় মিউচুয়াল ফাণ্ডগুলি।
  • রাষ্ট্রায়াত্ত ক্ষেত্রের দ্বারা বাজারে ছড়ানো বণ্ডগুলি।
  • কোনো ভারতীয় কোম্পানির অ-বিক্রয়যোগ্য ডিবেঞ্চারগুলি।
  • রাষ্ট্রায়াত্ত ক্ষেত্রের শেয়ারগুলি যেগুলি ভারত সরকার বিক্রি করে দিচ্ছেন, এই শর্ত মেনে যে ক্রয়টি দরপত্রের আহ্বান করার বিজ্ঞপ্তির সব শর্ত ও নিয়মাবলী মেনে চলে।
  • এফ-ডি-আই প্রকল্পের অন্তর্গত ভারতীয় কোম্পানিগুলির বিক্রয়যোগ্য শেয়ার এবং ডিবেঞ্চারগুলি। (স্বচালিত ও এফ-আই-পি-বি)
  • পোর্টফোলিও বিনিয়োগ প্রকল্পের অন্তর্গত ভারতীয় কোম্পানিগুলির বিক্রয়যোগ্য শেয়ার এবং ডিবেঞ্চারগুলি।
  • ভারতীয় ব্যাঙ্কগুলি জারি করা চিরন্তন-ঋণ-পত্র (পারপেচুয়াল ডেট ইন্সট্রুমেন্টস) এবং ঋণ-মূলধন-পত্র (ডেট ক্যাপিটাল ইন্সট্রুমেন্টস)।

৩। অফেরতযোগ্য অন্যান্য বিনিয়োগ

সরকারি তারিখযুক্ত অর্থপত্র (খোলা অর্থপত্র ব্যতিত)/ট্রেজারি বিলগুলি।

  • দেশীয় মিউচুয়াল ফাণ্ডগুলি।
  • ভারতীয় অর্থ-বাজারের মিউচুয়াল ফাণ্ডগুলি।
  • কোনো ভারতীয় কোম্পানির অ-বিক্রয়যোগ্য ডিবেঞ্চারগুলি।
  • কোনো ভারতীয় সত্ত্বাধিকারী ব্যবসা বা সংস্থার মূলধন যেটি কৃষি, বাগান বা স্থাবর সম্পত্তির ব্যবসার সঙ্গে জড়িত নয়।
  • কোম্পানি আইন ১৯৫৬ দ্বারা নথিভুক্ত কোনো কোম্পানির কাছে আমানত যার মধ্যে রিজার্ভ ব্যাংক দ্বারা নথিভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা লোকসভা অথবা রাজ্য বিধানসভার আইনে সৃষ্ট কর্পোরেট, মালিকানাভিত্তিক সংস্থা বা প্রতিষ্ঠান যেগুলি আভ্যন্তরীণ অর্থ প্রেরণ বা এন-আর-ই/এফ-সি-এন-আর (বি.) অ্যাকাউন্ট থেকে এন-আর-ও অ্যাকাউন্টে অর্থ হস্তান্তরের বিষয়ে প্রতিনিধিত্ব করে না।
  • ব্যাংক ইত্যাদির মালিকানাধীন (পোর্টফোলিও) বিনিয়োগ প্রকল্প ব্যাতিত ভারতীয় কোম্পানিগুলির শেয়ার এবং বিক্রয়যোগ্য ডিবেঞ্চারগুলি।

৪। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ

  • ফেরতযোগ্য বা অ-ফেরতযোগ্য তহবিল থেকে কৃষি জমি/বাগান বা খামারবাড়ি ছাড়া অন্য স্থাবর সম্পত্তি অর্জন করতে পারে।

এই ধরণের বিনিয়োগগুলির ক্ষেত্রে অনাবাসী ভারতীয়দের অর্থ ফিরতযোগ্য বলে বিবেচ্য

ভারতে স্থাবর সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ফেরতযোগ্য তহবিল ব্যবহার করা হয়েছে যার কোনো খরচের সময়সীমা ছিল না এবং যা দিয়ে দুটি পর্যন্ত বাসযোগ্য সম্পত্তি কেনা হয়েছিল, সেই সব সম্পত্তির বিক্রয়মূল্য। (১।)(ঘ) অংশে বর্ণিত শর্তাবলী মেনে জমা-খরচ মূল্য এন-আর-ও অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত হবে।

  • (ক) আবেদন/অগ্রিম মূল্য/বাসস্থান বা ইমারত নির্মানকারী এজেন্সিগুলি/বিক্রয়কারী দ্বারা ক্রয়ের বিবেচনাগুলি/ ফ্ল্যাট/জমিরগুলি না বরাদ্দ হওয়ার কারণে ফিরত পাওয়া মূল্য এবং (খ) যদি সংরক্ষণ বাতিল করা/ বাসস্থান অথবা ব্যবসায়িক সম্পত্তি ক্রয় সঙ্গে, সুদ, মোট কর, আসল মূল্য এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) অ্যাকাউন্ট থেকে করা হয়/আভ্যন্তরীণ খরচ দেওয়া হয়।
  • অনুমোদিত ডিলার/হাউজিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলি থেকে অনাবাসী ভারতীয়দের ভারতীয় টাকায় গৃহীত গৃহঋণ, ঋণগ্রহনকারী ব্যক্তির ভারতে বসবাসকারী নিকটাত্মীয়দের দ্বারা পরিশোধ হতে পারে।

৫। প্রত্যাবর্তনকারী অনাবাসী ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূতদের সুবিধাসমূহ

প্রত্যাবর্তনকারী অনাবাসী ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূত

  • তাঁরা বিদেশি মুদ্রা, বিদেশি অর্থপত্র অথবা বিদেশি স্থাবর সম্পত্তি রাখতে, মালিক হতে, হস্তান্তর ও বিনিয়োগ করতে পারবেন যদি সেই মুদ্রা, অর্থপত্র, স্থাবর সম্পত্তি তাঁদের বিদেশে থাকাকালীন অর্জিত হয়ে থাকে।
  • এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য অধিকারপ্রাপ্ত ভারতীয় ডিলারের মাধ্যমে আর-এফ-সি অ্যাকাউন্ট খুলতে, মালিক হতে ও বজায় রাখতে পারেন। প্রত্যাবর্তনকালে ভারতের বাইরে তাঁর সম্পদের হিসাব তাঁর আর-এফ-সি অ্যাকাউন্টে যুক্ত হতে পারে। আর-এফ-সি অ্যাকাউন্ট তহবিল সবরকমের বিধিনিষেধ যেমন, বিদেশি মুদ্রা ব্যবহার, ভারতের বাইরে বিনিয়োগ ইত্যাদি থেকে মুক্ত।

সাধারণ প্রস্নাবলী জানুয়ারি ১, ২০০৬ অনুযায়ী

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।