Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 01/01/2006

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এ-সি-ইউ)-এর সম্বন্ধে সাধারণ প্রশ্নাবলী

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এ-সি-ইউ)-এর সম্বন্ধে সাধারণ প্রশ্নাবলী

১। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন কি?

ইউনাইটেড নেশনস ইকনমিক কমিশন ফর এশিয়া অ্যাণ্ড প্যাসিফিক (ই-এস-সি-এ-পি)-র উদ্যোগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এ-সি-ইউ) ৯ই ডিসেম্বর, ১৯৭৪ সালে তেহেরান, ইরানে স্থাপিত হয়, আঞ্চলিক সহযোগিতা সুনিশ্চিত করার পদক্ষেপ হিসাবে। এ-সি-ইউ হচ্ছে একাধিক পক্ষের ভিত্তিতে সদস্য দেশগুলির অর্থ বিনিময়ের পদ্ধতি।

২। এ-সি-ইউ-র সদস্য কারা?

ইরান, ভারত, বাংলাদেশ, ভূটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকগুলি ও অর্থনৈতিক কর্তৃপক্ষ এ-সি-ইউ-র সদস্য।

৩। এ-সি-ইউ সম্বন্ধিত কোন কোন নির্দেশগুলি পাওয়া যায়?

এ-সি-ইউ-র মধ্যস্থতায় লেনদেন চালানোর পদ্ধতিগত নির্দেশ বিশদভাবে রিজার্ভ ব্যাংক দ্বারা একটি আলাদা পুস্তিকায় দেওয়া আছে যার নাম মেমোরেন্ডাম এ-সি-এম

৪। ভারতবর্ষের অনুমোদিত ডিলারগণ এ-সি-ইউ-র লেনদেন কি ভাবে পরিচালনা করবেন?

এ-সি-ইউ দ্বারা অনুমোদনযোগ্য সমস্ত লেনদেন অনুমোদিত ডিলারগণ যেই পদ্ধতিতে অন্যান্য সাধারণ বিদেশি মুদ্রা বিনিময়ের লেনদেন করেন সেই ভাবেই করবেন ভারতের সমস্ত অনুমোদিত ডিলারদের এ-সি-ইউ লেনদেন করার অনুমতি দেওয়া হয়েছে

অনুমোদিত ডিলারগণ স্বাধীনভাবে ক্লিয়ারিং ইউনিয়ানে অংশগ্রহণকারী বিদেশি ব্যাংকগুলির সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করতে পারেন

৫। এ-সি-ইউ-র লেনদেনের পাওনাদি মেটানোর পরিমাত্রা (ইউনিট)কি?

দি এশিয়ান মনিটারি ইউনিট (এশীয় অর্থ একক) এ-সি-ইউ-এর হিসাব-নিকাশের সাধারণ পরিমাত্রা, এবং মূল্য হিসাবে এটি এক মার্কিন ডলারের সমান দি এশিয়ান মনিটারি ইউনিটকে এ-সি-ইউ ডলার আখ্যা দেওয়া যায় অর্থ বিনিময়ের সব ব্যবস্থাই এশিয়ান মনিটারি ইউনিটের মাধ্যমে করতে হবে এই ধরণের অর্থ বিনিময়ের ব্যবস্থা এ-সি-ইউ ডলার অ্যাকাউন্টের অনুমোদিত ডিলারগণ কার্যকর করতে পারেন

৬। লেনদেনের নিষ্পত্তির পদ্ধতি কি?

ক) লেনদেনের সম্ভাব্য বড় অংশ সরাসরি অনুমোদিত ডিলারদের দ্বারা অংশগ্রহণকারী অন্য দেশের ব্যাংকগুলিতে তাদের চালু অ্যাকাউন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হয়; কেবল উভয় পক্ষের বাকি অংশ সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্লিয়ারিং ইউনিয়ন-এর মধ্যমে নিষ্পত্তি করে

খ) অনুমোদিত ডিলারগণ বাণিজ্যিক ও অন্যান্য মনোনিত লেনদেন অন্য সাধারণ বিদেশি মুদ্রা বিনিময়ের লেনদেনের মতই নিষ্পত্তি করতে পারেন এ-সি-ইউ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য করার ক্ষেত্রে, বিনিমেয় মুদ্রায় ব্যবসার বেলায়, লেটার অফ ক্রেডিট (ঋণের চিঠি) খোলা, নেগোশিয়েশন অফ ডকুমেন্টস ইত্যাদির প্রথা প্রযোজ্য

গ) এ-সি-ইউ-র মাধ্যমে এই পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির সুবিধার্থে, অনুমোদিত ডিরালগণ স্বাধীনভাবে তাদের ব্রাঞ্চ-এর/যোগযোগকারীদের সঙ্গে এ-সি-ইউ ডলার অ্যাকাউন্ট খুলতে পারেন ক্লিয়ারিং ইউনিয়নের পরিধির বাইরে যদি লেনদেন নিষ্পত্তির কোনও মার্কিন ডলার অ্যাকাউন্ট থাকে, তবে এই অ্যাকাউন্ট তার থেকে আলাদা রাখতে হবে এ-সি-ইউ ডলার আখ্যাটি এ-সি-ইউ লেনদেনে ব্যবহৃত মার্কিন ডলারকে অঙ্গীভূত করার জন্যই বিশেষভাবে নির্দিষ্ট অন্যথা, মূল্য হিসাবে, এ-সি-ইউ ডলার ও মার্কিন ডলার-এর মধ্যে পার্থক্য করা যাবে না

ঘ) অনুমোদিত ডিরালগণকে সুনিশ্চিত করতে হবে যে সব সময় চলতি এ-সি-ইউ ডলার অ্যাকাউন্টে জমা অর্থ সাধারণ বিনিময় ব্যবসার সম-পরিমান থাকে এবং অতিরিক্ত অর্থ ভারতবর্ষে নিয়মিত ফেরত যায়

৭। ভারতের রিজার্ভ ব্যাংক-এর পূর্ব অনুমতি ছাড়া অনুমোদিত ডিরালগণ কি পাকিস্তান সহ সমস্ত সদস্য দেশগুলির সব ব্যাঙ্কের নামে এ-সি-ইউ ডলার অ্যাকাউন্ট খুলতে পারেন?

হ্যাঁ, ভারতের রিজার্ভ ব্যাংকের পূর্ব অনুমতি ছাড়া অনুমোদিত ডিরালগণ পাকিস্তান সহ সমস্ত সদস্য দেশগুলির সব ব্যাংকের নামে এ-সি-ইউ ডলার অ্যাকাউন্ট খুলতে পারেন

৮। এ-সি-ইউ-র মাধ্যমে লেনদেনের নিষ্পত্তির বন্দোবস্ত কি?

ক) অন্য দেশের অর্থ প্রেরণ অথবা অতিরিক্ত অর্থ ফিরতের জন্য ভারতের অনুমোদিত ডিরালগণ যে এ-সি-ইউ ডলার অ্যাকাউন্ট চালায়, তাতে মার্কিন ডলার গ্রহণ করা/প্রদান করার দায়িত্ব নিচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক ঠিক সেইভাবেই ভারতীয় রিজার্ভ ব্যাংকও, অনুমদিত ডিলারগণ বিদেশে অর্থ প্রাপকদের তরফ থেকে যে এ-সি-ইউ ডলার (ভোস্ট্রো) অ্যাকাউন্ট চালায়, তাতে অর্থ নেওয়া অথবা অর্থদান করার জন্য মার্কিন ডলার গ্রহণ ও প্রদান করছে

খ) অন্য এক বিদেশি অর্থ প্রাপক ব্যাংকের সঙ্গে চালিত এ-সি-ইউ ডলার অ্যাকাউন্টে রিজার্ভ ব্যাংক অর্থদান তখনই করা শুরু করবে যখন সংবাদ আসবে যে অনুমোদিত ডিলার দ্বারা সমপরিমান অর্থ রিজার্ভ ব্যাংকের নিউ ইয়র্কে অবস্থিত ফেডারাল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক-এর অ্যাকাউন্ট-এ জমা পড়েছে সেই ভাবে, রিজার্ভ ব্যাংক তার ফেডারাল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক-এর অ্যাকাউন্ট থেকে নিউ ইয়র্ক-এর অনুমোদিত ডিলারের অর্থ প্রাপকের অ্যাকাউন্টে অর্থ প্রদান করার ব্যবস্থা চালিয়ে যাবে, যদি সংবাদ আসে যে ভারতের অনুমোদিত ডিলারের তরফ থেকে অন্য অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকে অবশিষ্ট অর্থ সমর্পণ করা হয়েছে

৯। কি ধরণের লেনদেন এ-সি-ইউ-র মাধ্যমে নিষ্পত্তি হওয়ার যোগ্য?

যে ধরণের লেনদেন এ-সি-ইউ-র মাধ্যমে হবার যোগ্য সেগুলি হল :

ক) একজন অংশগ্রহণকারীর দেশ বসবাসকারী ব্যক্তির থেকে অন্য এক অংশগ্রহণকারীর দেশে বসবাসকারী ব্যক্তির অর্থ প্রদান

খ) আন্তর্জাতিক অর্থ মণ্ডল (ইন্টারন্যাশানাল মনেটারি ফাণ্ড)-এর আর্টিকল অফ এগ্রীমেন্ট দ্বারা বর্ণিত বর্তমান আন্তর্জাতিক লেনদেন

গ) প্রদানকারী যে দেশে বসবাস করে সেই দেশের অনুমোদিত লেনদেন

ঘ) যেইসব অর্থ প্রদান এফ-ই-এম-এ ১৯৯৯-এর নিয়ম, নিয়ন্ত্রণ, তদনুসারে দেওয়া আদেশ বা নির্দেশ, এবং মেমোরেন্ডাম এ-সি-এম-এর নির্দিষ্ট শর্ত মেনে চলে

ঙ) দেরীতে অর্থ প্রদান শর্তে এ-সি-ইউ সদস্য দেশগুলির মধ্যে রপ্তানী/আমদানীমূলক লেনদেন

১০। কি ধরণের অর্থ প্রদান এ-সি-ইউ-র মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয়?

নিম্নলিখিত অর্থ প্রদান এ-সি-ইউ-র মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয় :

ক) নেপাল ও ভারতের মধ্যে এবং ভূটান ও ভারতের মধ্যে অর্থ প্রদান, ব্যতিক্রম হবে নেপালে বসবাসকারী কোনও আমদানিকারী যাকে নেপাল রাষ্ট্র ব্যাংক বিদেশি মুদ্রায় অর্থ প্রদান করতে অনুমতি দিয়েছে যদি তিনি ভারত থেকে মাল আমদানি করেন এই ধরণের অর্থ প্রদানের নিষ্পত্তি এ-সি-ইউ ব্যবস্থার মাধ্যমে হতে পারে

খ) যে সব অর্থ প্রদান আন্তর্জাতিক অর্থ মণ্ডল (ইন্টারন্যাশানাল মনেটারি ফাণ্ড)-এ বর্ণিত বর্তমান আন্তর্জাতিক লেনদেনের অ্যাকাউন্ট-এ হয়নি, কেবল রিজার্ভ ব্যাংক ও অন্য অংশগ্রহণকারীর পারস্পরিক বোঝাপড়া হওয়া অর্থের পরিমান বাদ দিয়ে

গ) অন্য সেইসব অর্থ প্রদান যেগুলি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন দ্বারা ক্লিয়ারিং সুবিধার যোগ্য নয় বলে ঘোষিত

১১। সদস্য দেশগুলির সব যোগ্য অর্থ প্রদানই কি এ-সি-ইউ-র মাধ্যমে নিষ্পত্তি করা প্রযোজন?

হ্যাঁ

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।