Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 18/01/2002

প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের সুবিধাসমূহ

সরকারি অর্থপত্রের বাজার - প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের সুবিধাসমূহ

সরকারি অর্থপত্রের বাজার

প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের সুবিধাসমূহ


কেন সরকারী অর্থপত্র (জি-সেকস) ?

প্রভিডেন্ট ফান্ড, তাদের নিজস্ব বৈশিষ্ট্যানুযায়ী, তাকে এমন একটি সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে হবে, যেখান থেকে সুদের পরিমানও যুক্তিযুক্ত হবে সরকারি অর্থপত্র, যার অন্য নাম, গিল্ট যুক্ত অর্থপত্র বা জি-সেকস, যেগুলি যে শুধু মাত্র ঝুঁকি থেকে মুক্ত তাই নয়, তাদের দেয় সুদের পরিমানও যুক্তিযুক্ত; এই ভাবে, প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের পক্ষে সবচেয়ে উপযোগী সুযোগ তারা দিচ্ছে

সরকারী অর্থপত্র (জি-সেকস) কী ?

সরকারি অর্থপত্রের মধ্যে আছে ভারত সরকার ও রাজ্য সরকারগুলি কর্তৃক বাজারে যে মেয়াদি অর্থপত্রগুলি ছাড়া হয়েছে এবং ট্রেজারি বিলগুলি

সরকারের এজেন্ট হিসাবে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই অর্থপত্রগুলির দেখাশোনা করে ও পরিষেবা দেয় বিভিন্ন জায়গায় অবস্থিত তাদের জনসাধারণ ঋণ কার্যালয়গুলির মাধ্যমে

ট্রেজারি বিলগুলি

প্রকার

ট্রেজারি বিলগুলি (টি-বিল) স্বল্পমেয়াদি বিনিয়োগের সুবিধা দেয়, সাধারণত এক বছর পর্যন্তএই কারণে, স্বল্পমেয়াদি বিনিয়োগের নগদ বজায় রাখতে এগুলি খুবই কার্যকরীবর্তমানে ভারত সরকার চার প্রকারের ট্রেজারি বিল বাজারে ছেড়েছেনযেমন, ১৪-দিনের, ৯১-দিনের, ১৮২-দিনের এবং ৩৬৪-দিনের

মূল্যের পরিমান

টি-বিল মূল্য ন্যূনতম Rs.25,000 বা তার গুণিতকে প্রাপ্ত হয়টি-বিলগুলি বিশেষ ছাড়ে দেওয়া হয় এবং ভাঙানোর সময় পূর্ণ মূল্য দেওয়া হয়

নিলাম

যখন ১৪-দিন বা ৯১-দিনের যে টি-বিলগুলি, সেগুলি প্রতি শুক্রবার নিলাম হয়, ১৮২-দিন বা ৩৬৪-দিনের টি-বিলগুলি পর্যায়ক্রমিক সপ্তাহে বুধবার করে নিলাম হয়ভারতীয় রিজার্ভ ব্যাংক টি-বিল নিলামের একটি ক্যালেন্ডার প্রকাশ করেতারা প্রতিটি নিলামের আগে সংবাদবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিলামের সঠিক তারিখ, নিলামের মূল্যের পরিমান, মূল্য জমা দেওয়ার তারিখও ঘোষনা করে

 

টি-বিলের প্রকার

নিলামের দিন

ভাঙানোর তারিখ *

১৪-দিন

শুক্রবার

পরবর্তী শনিবার

৯১-দিন

শুক্রবার

পরবর্তী শনিবার

১৮২-দিন

পর্যায়ক্রমিক সপ্তাহে বুধবার

পরবর্তী বৃহস্পতিবার

৩৬৪-দিন

পর্যায়ক্রমিক সপ্তাহে বুধবার

পরবর্তী বৃহস্পতিবার

* যদি ভাঙানোর দিনে ছুটি থাকে তবে ছুটির পরের দিন তা ভাঙানো হয়ে থাকে।

মূল্য প্রদানের নিয়মাবলী

১৪-দিন বা ৯১-দিনের টি-বিলগুলি ক্রয়ের ক্ষেত্রে সফল প্রার্থীকে শুক্রবারের নিলামের পরের দিন অর্থাত্‍ শনিবার প্রদেয় মূল্য দিতে হবে১৮২-দিন বা ৩৬৪-দিনের টি-বিলগুলির সফল ক্রেতাদের প্রদেয় মূল্য দিতে হবে নিলাম পরবর্তী বৃহস্পতিবারসফল প্রর্থীদের টাকা বা চেকের মাধ্যমে দাম দিতে হবেচেকটি লিখতে হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর নামে অথবা ব্যাংকারস পে অর্ডার দ্বারা

অংশগ্রহণ

১৪-দিন বা ৯১-দিনের টি-বিলগুলির নিলামের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডগুলি অ-প্রতিযোগী মূল্য প্রস্তাবক হিসাবে অংশগ্রহণ করতে পারে১৮২-দিন বা ৩৬৪-দিনের টি-বিলগুলির ক্রয়ের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডগুলিকে এখনও অনুমতি দেওয়া হয়নিঅ-প্রতিযোগী মূল্য প্রস্তাবক কথাটির অর্থ হল, প্রভিডেন্ট ফান্ডগুলিকে সেই মূল্যই উদ্ধৃত করতে হবে না, যে মূল্যে তারা এই বিলগুলি কিনতে চায়গৃহীত প্রতিযোগী মূল্য প্রস্তাবকদের দ্বারা নিলামে প্রস্তাবিত দরের গড় হিসাবের উপর ভিত্তি করে ভারতীয় রিজার্ভ ব্যাংক, অ-প্রতিযোগী প্রার্থীদের জন্য  দর স্থির করেঅ-প্রতিযোগী প্রার্থীরা বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশিত বিক্রয়ের মূল্যের বাইরে থাকবেঅন্য ভাবে বলা যায় নিলাম থেকে তাদের প্রস্তাবিত মূল্যে টি-বিল ক্রয়ের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডগুলি কোনো অনিশ্চয়তার সম্মুখীন হয়না

কোথা থেকে ক্রয় করতে হবে ?

টি-বিলের নিলাম মুম্বাইতে অবস্থিত ভারতীয় রিজার্ভ ব্যাংকে হয়এই জন্য প্রভিডেন্ট ফান্ডগুলিকে নির্ধারিত ফর্ম পূরণ করে, প্রস্তাবিত দর রিজার্ভ ব্যাংকের মুম্বাই কার্যালয়ে জানাতে হবে

মুম্বাইয়ের বাইরে অবস্থিত প্রভিডেন্ট ফান্ডগুলি তাদের দর নির্ধারিত সময়ের যথেষ্ট আগে জানাতে পারে ফ্যাক্সের মাধ্যমে (নং ০২২-২৬৯৩৩৩২) অথবা চিঠির মাধ্যমেচিঠি লিখতে হবে এই ঠিকানায়চিফ জেনারেল ম্যানেজার, পাবলিক অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ফোর্ট, মুম্বাই ৪০০ ০০১

মেয়াদি অর্থপত্র

এক বছরের বেশি  সময় নির্দিষ্ট সরকারি অর্থপত্রগুলিকে মেয়াদি অর্থপত্র বলা হয়বর্তমানে, বাজারে ২০ বছর অবধি সময় নির্দিষ্ট মেয়াদি অর্থপত্র আছে

নিলাম/বিক্রয়

মেয়াদি অর্থপত্রগুলি নিলাম বা সেলের মাধ্যমে বিক্রয় করা হয়মেয়াদি  অর্থপত্রগুলির নিলাম বা সেলের অর্থ হল অর্থপত্রের কুপনগুলি হয় নিলাম হবে নয়ত স্থির থাকবেস্থির কুপন অর্থপত্রগুলি অনেক সময় চাহিদা মতও বিক্রি করা হয়, যেটা কয়েক দিনের জন্য খোলা থাকে

ঘোষণা

জি-সেকস সেলের কোনো ক্যালেন্ডার নেই, কিন্তু ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক সেলের ঘোষণার জন্য সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করেএই সংবাদবিজ্ঞপ্তি সংবাদ মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়প্রথম সারির অর্থনৈতিক পত্রিকাগুলিতে ভারত সরকার বিজ্ঞাপনও দিয়ে থাকেনরিজার্ভ ব্যাংকের ওয়েব সাইটেও (URL:http://www.rbi.org.in) নিলাম বা বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি ও তাদের ফলাফল প্রকাশিত হয়ে থাকে

মূল্যের পরিমান

ন্যূনতম Rs.10,000 বা তার গুণিতক মূল্যের অর্থ জমা করতে হবে

সেলগুলি কোথায় হয় ?

নিলাম বা সেলগুলি সাধারণত মুম্বাইতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যালয় থেকে পরিচালিত হয়প্রভিডেন্ট ফান্ডগুলি নির্দিষ্ট ফর্মে তাদের প্রতিযোগিতামূলক দর/আবেদনপত্র জমা দিতে পারেন এই ঠিকানায় চিফ জেনারেল ম্যানেজার,পাবলিক ডেট অফিস, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ফোর্ট, মুম্বাই ৪০০ ০০১ (ফ্যাক্স:০২২-২৬৬ ২৭২১/০২২-২৬৬ ০৮১৭)

ক্রয়মূল্য প্রদান

নিলামের ক্ষেত্রে, সফল প্রর্থীকে সাধারণত নিলামের পরের দিনই ক্রয়মূল্য দিতে হবেস্থির কুপন বা চাহিদা অনুযায়ী এর ক্ষেত্রে, ক্রয়মূল্যের সঙ্গে আবেদনপত্রও জমা করতে হবেটাকা বা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নামে চেকের মাধ্যমে এই মূল্য দেওয়া যাবে বা ব্যাংকারস পে অর্ডারের  মাধ্যমে

রাজ্য সরকারের অর্থপত্র

এই অর্থপত্রগুলি রাজ্য সরকার কর্তৃক বাজারে ছাড়া হয়এইগুলির দেখাশোনা ও পরিষেবার কাজও ভারতীয় রিজার্ভ ব্যাংক করে থাকে

রাজ্য সরকারের অর্থপত্রগুলির সাধারণ সময়সীমা দশ বছররাজ্য সরকারের অর্থপত্রগুলি ন্যূনতম Rs.1,000 বা তার গুণিতক মূল্যে পাওয়া যায়এগুলি স্থির কুপন মূল্যে পাওয়া যায়ইদানিং, কোনো কোনো রাজ্য সরকার অবশ্য তাদের নিজেদের অর্থপত্রগুলি নিলাম করতেও শুরু করেছেনএই অর্থপত্রগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংক ও ভারতীয় স্টেট ব্যাংক উভয়ের কার্যালয়গুলি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলির সম্প্রসারিত নেটওয়ার্কের মাধ্যমে ক্রয় করা সম্ভব

জি-সেকসের লভ্যতা

নিলাম/সেলের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে সরকারি অর্থপত্রগুলি ক্রয় ছাড়াও, গৌণ বাজার থেকে সমস্ত রকমের সরকারি সার্টিফিকেট ক্রয় করা সম্ভবস্বীকৃত প্রাথমিক ডিলাররা এবং গৌণ ডিলাররাও অর্থপত্রগুলি ক্রয় বিক্রয় করেন

এমনকি সময় সময় ভারতীয় রিজার্ভ ব্যাংক সেই অর্থপত্রগুলির তালিকা প্রকাশ করে যেগুলি তার খোলা বাজার কর্মসূচীর মাধ্যমে পাওয়া যাবে এবং সেটা বহুল প্রচারিতভারতীয় রিজার্ভ ব্যাংক তার খোলা বাজার কর্মসূচীর মাধ্যমে যে সরকারি অর্থপত্রগুলি বিক্রয় করে সেগুলি তার আমেদাবাদ, ব্যাঙ্গালোর, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, কানপুর, নতুন দিল্লি এবং মুম্বাই কার্যালয় থেকে পাওয়া যাবে

 

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।