Download
the bengali
font
 
   আমাদের বিষয়ে     জরুরী তথ্যাবলী     সাধারণ প্রশ্নাবলী     আর্থিক শিক্ষা     অভিযোগ   অন্যান্য সূত্রগুলি 
 ব্যাংক ব্যবস্থা
 মুদ্রা ব্যবস্থা
 বিদেশি মুদ্রা ব্যবস্থা
 সরকারী অর্থপত্রের বাজার
 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি
 পাওনা মেটানোর ব্যবস্থা
হোম >> সাধারণ প্রশ্নাবলী - View
Date: 01/01/2006

অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে বিভিন্ন আমানত প্রকল্পের বৈশিষ্ট্য

অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে বিভিন্ন আমানত প্রকল্পের বৈশিষ্ট্য

অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে বিভিন্ন আমানত প্রকল্পের বৈশিষ্ট্য

বর্ণনা

বিদেশী মুদ্রা  (অনাবাসী) অ্যাকাউন্ট (ব্যাংক) প্রকল্প [এফ-সি-এন-আর (বি) অ্যাকাউন্ট]

অনাবাসী (বহিরাগত) টাকা অ্যাকাউন্ট প্রকল্প (এন-আর-ই অ্যাকাউন্ট)  

প্রবাসী সাধারণ টাকা অ্যাকাউন্ট প্রকল্প (এন-আর-ও অ্যাকাউন্ট)

(১)

(২)

(৩)

(৪)

অ্যাকাউন্ট কে খুলতে পারেন

অনাবাসীগণ (ব্যাক্তিবর্গ/ বাংলাদেশ/পাকিস্তান-এর জাত/ মালিকানার সংস্থাগুলি জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্ব অনুমতি প্রয়োজন) 

অনাবাসীগণ (ব্যাক্তিবর্গ/ বাংলাদেশ/পাকিস্তান-এর জাত/ মালিকানার সংস্থাগুলি জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্ব অনুমতি প্রয়োজন) 

যে কোন ব্যক্তি যিনি ভারতবর্ষের বাইরে বসবাস করেন (নেপাল ও ভূটানে বসবাসকারী ব্যক্তি ছাড়া) (ব্যাক্তিবর্গ/ বাংলাদেশ/পাকিস্তান-এর জাত/ মালিকানার সংস্থাগুলি এবং আগের বিদেশি ব্যাংকগুলি  জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্ব অনুমতি প্রয়োজন)

যৌথ অ্যাকাউন্ট

দুজন বা ততোধিক প্রবাসী ব্যক্তিদের নামে

দুজন বা ততোধিক প্রবাসী ব্যক্তিদের নামে

বসবাসকারীদের সঙ্গে একত্রে করা যায়

নামাঙ্কন

অনুমোদিত

অনুমোদিত

অনুমোদিত

অ্যাকাউন্ট যেই মুদ্রায় নামাঙ্কিত

পাউন্ড স্টার্লিং, মার্কিন ডলার, জাপানী ইয়েন, ইউরো, কানাডিয় ডলার ও অস্ট্রেলিয় ডলার

ভারতীয় টাকা

ভারতীয় টাকা

স্বদেশে ফিরত দেওয়া যায়

স্বদেশে ফিরত দেওয়া যায়

স্বদেশে ফিরত দেওয়া যায়

কেবল নিম্নলিখিত অ্যাকাউন্ট ছাড়া স্বদেশে ফিরত দেওয়া যায় না – ১) বর্তমান উপার্জন ২) এন-আর-ও অ্যাকাউন্টের জমা অর্থ থেকে প্রতি বছর কোনও প্রকৃত উদ্দ্যেশে মার্কিন ডলার ১০ লক্ষ অবধি/সম্পত্তি বিক্রয়ের প্রাপ্তি হিসাবে/ভারতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি/উইল বলে কিছু শর্তসাপেক্ষে নিষ্পত্তির দরুন প্রাপ্ত সম্পত্তি স্থাবর সম্পত্তি সর্বনিম্ন ১০ বছর ধরে রাখার পর ৩) যদি টাকা দিয়ে কেনা স্থাবর সম্পত্তি ১০ বছরের কম সময় ধরে রাখার পর বিক্রি করা হয়, সেক্ষেত্রে ফিরত দেওয়া যাবে যদি বিক্রয়ের লাভ বাকি সময়ের জন্য এন-আর-ও অ্যাকাউন্টে থেকে থাকে (সঞ্চয়/মেয়াদি আমানত) বা অন্য কোনও যোগ্যতাসম্পন্ন বিনিয়োগে, যদি দেখা যায় যে সেই বিনিয়োগ স্থাবর সম্পত্তির লাভ থেকেই প্রাপ্ত হয়েছে

অ্যাকাউন্টের নমুনা

কেবল মেয়াদি আমানত

সঞ্চয়, চালু, নির্দিষ্ট, স্থায়ী আমানাত

সঞ্চয়, চালু, নির্দিষ্ট, স্থায়ী আমানাত

স্থায়ী আমানতের সময় সীমা

সময়সীমা এক বছরের কম নয় এবং পাঁচ বছরের বেশী নয়

ব্যাংকের ইচ্ছানুসারে

নাগরিক অ্যাকাউন্টে যা প্রযোজ্য

সুধের হার

ক্যাপ শর্ত প্রতিপালিত হলে :

এল-আই-বি-ও-আর - ২৫ বেসিস পয়েন্ট কেবল এই বিষয় বাদ দিয়ে

 

জাপানী ইয়েন্ যেখানে ক্যাপ্ নির্ভর করে চলতি এল-আই-বি-ও-আর হারের উপর  

 

ক্যাপ শর্ত প্রতিপালিত হলে :

স্থায়ী আমানত :

 

অনুরূপ ম্যাচিউরিটি মার্কিন ডলারের আগের মাসের শেষ দিনের এল-আই-বি-ও-আর / এস-ডাব্লু-এ-পি হারের সঙ্গে ভারতে ১৭.১১.২০০৫-এ ব্যবসা বন্ধ হওয়ার সময়ের ৭৫ বেসিস পয়েন্ট যোগ করে

সঞ্চয় অ্যাকাউন্ট

ভারতে ১৭.১১.২০০৫-এ ব্যবসা বন্ধ হওয়ার সময় থেকে প্রযোজ্য হারেই সুদের হার কার্যকরী হবে।

মেয়াদি আমানতের ক্ষেত্রে ব্যাংক স্বাধীনভাবে সুদের হার স্থির করতে পারে

অনাবাসী অ্যাকাউন্টধারী দ্বারা কোনও বসবাসকারীর স্বপক্ষে ওকালতনামা দেওয়ায় ক্রিয়াপ্রণালী

ওকালতনামা বলে অ্যাকাউন্টের ক্রিয়াপ্রণালী অনুমোদিত স্থানীয় অর্থ প্রদান বা সাধারণ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অ্যাকাউন্টধারীকেই প্রেরণ-এর মধ্যেই সীমিত

ওকালতনামা বলে অ্যাকাউন্ট-এর ক্রিয়াপ্রণালী অনুমোদিত স্থানীয় অর্থ প্রদান বা সাধারণ ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে অ্যাকাউন্টধারীকেই প্রেরণ-এর মধ্যেই সীমিত

 

ঋণ

ক) ভারতবর্ষে

১। অ্যাকাউন্টধারীকে

২। তৃতীয় পক্ষদের

 

খ) বিদেশে

১। একাউন্টধারীকে

২। তৃতীয় পক্ষদের

 

গ) ভারতবর্ষে বিদেশী মুদ্রায় ঋণ

১। একাউন্টধারীকে

২। তৃতীয় পক্ষদের

 

 

 

 

অনুমোদিত

অনুমোদিত

 

 

অনুমোদিত

অনুমোদিত

 

 

অনুমোদিত

 

 

 

 

অনুমোদিত

অনুমোদিত

 

অনুমোদিত  

অনুমোদিত

 

 

 

অনুমোদিত নয়

অনুমোদিত নয়

 

 

অনুমোদিত

অনুমোদিত

 

অনুমোদিত নয়

অনুমোদিত নয়

 

 

 

অনুমোদিত নয়

অনুমোদিত নয়

ঋণের উদ্দ্যেশ্য

ক) ভারতবর্ষে

১। অ্যাকাউন্টধারীকে

 

 

১। ব্যক্তিগত উদ্দেশ্যে অথবা বিক্রয় কার্য চালাবার জন্য*

২। ফিরত না করার ভিত্তিতে সরাসরি বিনিয়োগ, ভারতীয় ফার্ম/কম্পানীগুলির মূলধন প্রদান করে

৩। ভারতে তাঁর নিজস্ব ব্যবহারের জন্য ফ্ল্যাট/বাড়ি অর্জন করে*

(অনুগ্রহ করে এফ-ই-এম-এ ৫-এর সেকশন ২-এর অনুচ্ছেদ ৯ দেখুন)

 

 

 

১। ব্যক্তিগত উদ্দেশ্যে অথবা বিক্রয় কার্য চালাবার জন্য*

২। পুনঃপ্রেরণ না করার ভিত্তিতে সরাসরি বিনিয়োগ, ভারতীয় ফার্ম/কম্পানীগুলির ক্যাপিটালে প্রদান করে

৩। ভারতে তাঁর নিজস্ব ব্যবহারের জন্য ফ্ল্যাট/বাড়ি অর্জন করে*

(অনুগ্রহ করে এফ-ই-এম-এ ৫-এর সেকশন ২-এর অনুচ্ছেদ ৯ দেখুন)

 

ব্যক্তিগত প্রয়োজনে এবং/অথবা ব্যবসার উদ্দেশ্যে*

 

২। তৃতীয় পক্ষদের

ব্যক্তিগত উদ্দেশ্যে তহবিল ভিত্তিক এবং/অথবা তহবিল ভিত্তিক নয় এমন সুযোগ-সুবিধা অথবা ব্যবসাকার্য করার জন্য* (অনুগ্রহ করে এফ-ই-এম-এ ৫-এর সেকশন ২-এর প্যারা ৯ দেখুন) 

ব্যক্তিগত উদ্দেশ্যে তহবিল ভিত্তিক এবং/অথবা তহবিল ভিত্তিক নয় এমন সুযোগ-সুবিধা অথবা ব্যবসাকার্য করার জন্য* (অনুগ্রহ করে এফ-ই-এম-এ ৫-এর সেকশন ২-এর প্যারা ৯ দেখুন)

ব্যক্তিগত প্রয়োজনে এবং/অথবা ব্যবসার উদ্দেশ্যে*

খ) বিদেশে

অ্যাকাউন্টধারী ও তৃতীয় পার্টিদের

ব্যক্তিগত উদ্দেশ্যে তহবিল ভিত্তিক এবং/অথবা তহবিল ভিত্তিক নয় এমন সুযোগ-সুবিধা প্রকৃত উদ্দেশ্যে

ব্যক্তিগত উদ্দেশ্যে তহবিল ভিত্তিক এবং/অথবা তহবিল ভিত্তিক নয় এমন সুযোগ-সুবিধা প্রকৃত উদ্দেশ্যে

অনুমোদিত নয়

* পুণঃঋণ জন্য ব্যবহারের উদ্দেশ্যে অথবা কৃষিকাজ বা চাষ-আবাদ করার জন্য অথবা জমি কেনার ব্যবসার জন্য ঋণ দেওয়া হয় না

দ্রষ্টব্য :

ক) যখন একজন ব্যক্তি চাকরী করার জন্য বা ব্যবসার জন্য বা পেশাগত বা অন্য কোন কারণে ভারতবর্ষ ছেড়ে নেপাল ও ভূটনে যান সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য থাকার ইচ্ছা নিয়ে, তাঁর বিদ্যমান অ্যাকাউন্ট রেসিডেন্ট্ অ্যাকাউন্ট হিসেবেই থেকে যায় এই ধরণের অ্যাকাউন্টকে নন-রেসিডেন্ট (সাধারণ) টাকার অ্যাকাউন্ট (এন-আর-ও)বলা যাবে না

খ) এ.ডি.-রা নেপাল ও ভূটানে বসবাসকারী ভারতীয় অথবা ভারতীয় জন্মগত ব্যক্তিদের জন্য এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) অ্যাকাউন্ট খুলতে এবং চালিয়ে যেতে পারেন যদি ওই অ্যাকাউন্ট খোলার তহবিল বিনামূল্যের বিদেশী মুদ্রায় প্রেরণ করা হয় এন.আর.ই./এফ.সি.এন.আর.(বি) একাউন্টে যে সুদ অর্জিত হবে তা শুধু ভারতীয় টাকায় নেপালে ও ভূটানে বসবাসকারী পি.আই.ও. এবং এন.আর.আই.-দের প্রেরিত হবে

গ) বিজ্ঞপ্তি নং এফ-ই-এম-এ.৫/২০০০-আর.বি. তারিখ ৩রা মে, ২০০০-এর রেগুলেশন্ ৪(৪) অনুযায়ী এ.ডি.-রা নেপাল/ভূটানে বসবাসকারী ব্যক্তিদের জন্য অ্যাকাউন্ট খুলতে ও চালাতে পারেন

ঘ) বিভিন্ন জমা প্রকল্প সম্বন্ধীয় নিয়মাদি যা ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়দের ক্ষেত্রে প্রাপ্তিসাধ্য, সময় সময় সংশোধনীর মাধ্যমে, বিঞ্জপ্তি নং এফ-ই-এম-এ.৫/২০০০-আর.বি. তারিখ ৩রা মে, ২০০০ দ্বারা জানানো হয়েছে প্রাসঙ্গিক বিঞ্জপ্তিগুলি ও এ.পি.(ডি.আই.আর. সিরিজ)সারকুলারগুলি আমাদের ওয়েব্ সাইট্ http://www.rbi.org.in./ এ দেওয়া হয়েছ, সম্পূর্ণ বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে দেখে নেবেন

 
  © ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত

1024 x 768 রেজ়োলিউশনে IE5 বা তার চেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্রাউজ়ার সফটওয়ার দিয়ে সবচেয়ে থেকে ভাল দেখা যাবে।